• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরে উন্মুক্ত জলাশয়ে ৪০০ কেজি পোনা মাছ অবমুক্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০  

নীলফামারীর সৈয়দপুরে ১০টি উন্মুক্ত জলাশয়ে চারশত কেজি পোনা মাছ অবমুক্ত করেছে উপজেলা মৎস্য দপ্তর। আজ বুধবার বিকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলী নদীতে ৭০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

এসময় রংপুর বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ সাইনার আলম, নীলফামারী জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস, উপজেলা আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান, কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে পুকুরে ৬০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈদপুর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস জানান, মৎস্য অধিদফতরের অধীনে ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় সৈয়দপুর উপজেলার চিকলী ও খড়খড়িয়া নদীসহ ৫ হেক্টর আয়তনের ১০টি উন্মুক্ত এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে চারশত কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে চিকলী নদীতে ৭০ কেজি, খড়খড়িয়া নদীতে ৫০ কেজি, কুন্দল বিলে ৫০ কেজি, উপজেলা পরিষদ পুকুরে ৬০ কেজি, চিকলী আবাস প্রকল্পের পুকুরে ৪০ কেজি, বোতলাগাড়ি ইউনিয়নের কুন্দুপুর পুকুরে ৪০ কেজি, তালপুকুর পুকুরে ৩০ কেজি, কামারপুকুর ইউনিয়নের গুচ্ছগ্রাম পুকুরে ২৫ কেজি, ময়দানের পাড় পুকুরে ২৫ কেজি এবং  সৈয়দপুর ফায়ার সার্ভিস পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।