• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সৈয়দপুরে কুষ্ঠ রোগ চিহ্নিতকরণ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  

'কুষ্ঠরোগ অভিশাপ নয়, নিয়মিত ওষুধ খেলে ভাল হয়’ এই শ্লোগানে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী কুষ্ঠরোগ চিহ্নিতকরণ বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সৈয়দপুর পৌরসভার সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মণ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিউনিটির প্রোগ্রাম লিডার মিঃ সুরেন্দ্র নাথ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন, প্রোগ্রাম ম্যানেজার খোরশেদ আলম ও ফিল্ড মেডিকেল অফিসার ডাঃ আবু সুফিয়ান চৌধুরী, সৈয়দপুর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন পৌর প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া। প্রশিক্ষণে অংশ নেয় পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পৌর কর্মকর্তা, কর্মচারী, ইপিআই কার্যক্রমের কর্মকর্তা-কর্মচারী।