• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ একজন আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০  

নীলফামারীর সৈয়দপুরে প্রায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরে তৈরি শিল্পকর্মের ভাঙা অংশসহ এক চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান জেলা ডিবি পুলিশের এসআই মোহাম্মদ রেজানুর রহমান। 

তিনি বলেন, জেলার সৈয়দপুর-পাবর্তীপুর মহাসড়কের চৌমুহনী বাজার মোড় থেকে ওই কষ্টিপাথরসহ চোরাকারবারি রওশন সরকারকে আটক করা হয়। সে দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার বেলাইচণ্ডী মাস্টারপাড়া গ্রামের শামসুল হকের ছেলে।

ডিবি জানায়, চোরকারবারিরা মূল্যবান কষ্টিপাথর পাচার করছে এমন গোপন খবর পেয়ে এসআই মোহাম্মদ রেজানুর রহমানের নেতৃত্বে ডিবি’র একদল সদস্য অভিযান চালায়। ৩ দশমিক ৩৮৩ কেজি ওজনের কষ্টিপাথরটির এক প্রান্তের দৈর্ঘ্য ৭ ইঞ্চি অপর প্রান্তের দৈর্ঘ্য ৫ দশমিক ৫০ ইঞ্চি এবং প্রস্ত ৬ ইঞ্চি।

নীলফামারী জেলা ডিবি পুলিশের পরির্দশক মো. হারুন অর রশীদ বলেন, কষ্টিপাথরটি জেলা জুয়েলার্স সমিতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এটি একটি মূলবান কষ্টিপাথর। যার বাজার মূল্য ৯২ লক্ষ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রওশন সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)এ(২)/২৫-ডি ধারায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।