• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সৈয়দপুরে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯  

গোপনে বেহাত হয়ে থাকা নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রায় কোটি টাকা মূল্যের ১৮ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর চড়কপাড়ায় ওই জমি উদ্ধার করা হয়। 

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ভূমি অফিসের লোকজন নিয়ে  সরকারি খাস জমি মাপজোক করে সীমানা নির্ধারণ করে ওই জমি উদ্ধার করে। এ সময় ওই জমি দখলকারী আজহারুল ইসলাম কর্তৃক নির্মিত পাকা সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়। 

অভিযোগ মতে ১ নম্বর খতিয়ানে ২০১৩ এবং ২০১৪ নম্বর দাগে যথাক্রমে ৬ শতক ও ১২ শতক সর্বমোট ১৮ শতক সরকারি খাম জমি রয়েছে। একই এলাকার মৃত মফেল উদ্দিনের ছেলে আজহারুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সরকারি ওই খাস জমি দখল করে রেখেছিলেন। পরবর্তীতে তিনি ওই খাস জমিতে রাতারাতি পাকা সীমানা প্রাচীর দিয়ে বাড়ি নির্মাণ করার পাঁয়তারা করছিলেন। 

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, সরকারি খাস জমি পাকা সীমানা প্রাচীর দিয়ে দখলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা মাপ যোগ করে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত খাস জমি সরকারি কাজে ব্যবহার করা হবে বলে জানান তিনি।