• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরে গাছে গাছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন!

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১  

সৈয়দপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারের জন্য বেছে নেওয়া হচ্ছে গাছ। এতে জীবনের ঝুঁকিতে পড়েছে সড়কের গাছগুলো। বিজ্ঞাপনের পেরেকের আঘাত থেকে রক্ষা পাচ্ছে না ছোট গাছও।

সরেজমিনে দেখা যায়, ১০০ শয্যা হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল মোড়, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, উপজেলা চত্বরের সড়কসহ বিভিন্ন সড়কের গাছে ঝুলছে বিভিন্ন বিজ্ঞাপন।

সৈয়দপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসিনা মমতাজ জাহান বলেন, গাছে লোহার পেরেকের কারণে পানি জমে গাছ ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ জানান, এ বিষয়ে নির্দিষ্ট আইন রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শিগিগর ব্যবস্থা গ্রহণ করা হবে।