• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

সৈয়দপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলায়। আজ শনিবার(১৮ জানুয়ারি/২০২০) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের আবুল কাজীর দোলায় দশম বারের মত এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নীলফামারী, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। এসময় পুরষ্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মোহাসিনুল হক মহসিন, ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ,ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজক কাজী মাওলানা জাহাঙ্গীর হোসেন (ঘোড়া হুজুর), আওয়ামীলীগ কামারপুকুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জিকো আহমেদ, বাঙ্গালীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক মেহেদি হাসান সুরজ মন্ডল, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার ও প্রতিযোগিতার সমন্বয়ক মোতালেব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল হেলাল চৌধুরী। 
উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ১০টি ঘোড়া অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম স্থান অর্জন করে রংপুরের মহসিন আলী, দ্বিতীয় হয়েছে দিনাজপুরের বিন্নাকুড়ির আমিনুর রহমান এবং তৃতীয় হয়েছে ঠাকুরগাঁও জেলার রুহিয়ার সোনামিয়া।