• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল মেকানিকের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০  

নীলফামারীর সৈয়দপুরে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় মলিন চন্দ্র রায় (৪০) নামের এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। বুধবার সৈয়দপুর-পাবর্তীপুর রেলওয়ে লাইনের হাতীখানা বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার দিন গত বুধবার বেলা আনুমানিক দুইটার দিকে মোটরসাইকেল মেকানিক মলিন চন্দ্র রায় তার মুঠোফোনে কথা বলতে বলতে সৈয়দপুর-পার্বতীপুর রেলওয়ে লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আর ঠিক এ সময় সৈয়দপুর থেকে একটি মালবাহী ট্রেনও পার্বতীপুরের দিকে যাচ্ছিল। মালবাহী ট্রেনটি সৈয়দপুর-পার্বতীপুর রেলওয়ে লাইনের হাতিখানা বানিয়াপাড়া এলাকায় মোটরসাইকেল মেকানিক মলিন চন্দ্র রায়কে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ নিহত মলিন চন্দ্র রায়ের হাতিখানা মাছুয়াপাড়ার বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।