• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সৈয়দপুরে পঁচা কেনু ফল রাখায় ২০ হাজার টাকা জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে একটি ফল আড়তে পঁচা কেনু (কমলা জাত) ফল রাখার দায়ে এক ফল আড়ত মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে শহরের হাতিখানা রোড়ের ফল আড়তের বিক্রমপুর ফলভান্ডারের মালিক মো. চঞ্চল এর ওই জরিমানা আদায় করা হয়। এছাড়াও ৬ ক্যারেট পঁচা কেনু ফল জব্দ করে সে সব ধ্বংস করা হয়েছে। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন গতকাল শনিবার দুুপুরে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে শহরের হাতিখানা রোড়ের ফল আড়তের বিক্রমপুর ফলভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই ফল আড়তের ২০টি প্লাষ্টিকের ক্যরেটের মধ্যে রাখা পঁচা কেনু ফল পাওয়া যায়। আড়তে পঁচা কেনু ফল রাখার দায়ে বিক্রমপুর ফল ভান্ডারের স্বত্তাধিকারী মো. চঞ্চলের ২০ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

এ সময় সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. অহিদুল হক, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার ও সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।