• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২০  

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে  এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সৈয়দপুর চামড়া গুদাম নিবাসী মো. হযরতের ছেলে আরশাদ হোসেন (৩৫) সৈয়দপুর টার্মিনাল এলাকায় একটি গ্যারেজে নিজের ট্রাকের চাকা পাল্টানোর কাজ করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে ট্রাকের ওপর পড়লে আরশাদ হোসেন বিদ্যুতায়িত হয়ে ঝলসে যায়। তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুরে নিয়ে যাওয়ার পথেই আরশাদ হোসেনর মৃত্যু হয়। আরশাদ হোসেন নিজেই তার ট্রাক চালাতেন। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।