• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

সৈয়দপুরে ভেজাল কীটনাশক বাজার জাতের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯  

রবিবার (১০ ফেব্রুয়ারী) বিকালের দিকে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম গোলাম কিবরিয়ার পরিচালনায় নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভেজাল কীটনাশক বাজারজাত করার অপরাধে এক কীটনাশক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজাল কীটনাশক উৎপাদন ও বাজার জাত করণের অপরাধে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মন্ডল বলেন, গোপন খবর পেয়ে সৈয়দপুর পৌর শহরের নয়াটোলা এলাকার সাকিল ওরফে লাড্ডা বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে বাজার জাতের জন্য রাখা মেঘনা ফার্টিলাইজার কোম্পানীর ‘মেগাফুরান-৫ জি’ এবং ঢাকার উত্তরার খান এগ্রো মার্কেটিং কোম্পানীর ‘জেডফুরান’ প্যাকেটে বালু ও মাটি মিশ্রিত ভেজাল কীটনাশক জব্দসহ কীটনাশক ব্যবসায়ী সাকিল ওরফে লাড্ডাকে আটক করা হয়।

জরিমানার টাকা তাৎক্ষনিক আদালতে পরিশোধ করে মুক্তিপান সাকিল।