• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে ৬ দোকানে ২৭ হাজার টাকা জরিমানা আদায়

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০১৯  

ভেজাল বিরোধী অভিযান চালিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি হোটেল একটি ফার্মেসীসহ ছয় ব্যবসা প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ১৫ হাজার টাকার ঔষুধ ধ্বংস করা হয়।  

সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে নীলফামারীর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষন ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে পাঁচটি হোটেল মালিকের ২২ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ স্যাম্পু সংরক্ষনের দায়ে একটি ফার্মেসীর পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

জরিমানাকৃত দোকান গুলির মধ্যে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ আজিম উদ্দিন হোটেল, নিরিবিলি হোটেল, শাহী হোটেল ও শেরে বাংলা সড়কের আসলাম হোটেলের মালিকের পাঁচ হাজার করে ২০ হাজার টাকা। এদিকে, পান বাজারের গুলজার হোটেলের মালিক আবিদ হোসেনের ২ হাজার টাকা জরিমানা করা হয়। এই নিয়ে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও ওই সড়কে অবস্থিত ফারহান ফার্মেসীতে এ্যান্টিবায়োটিকসহ মেয়াদোত্তীর্ণ ফিজিসিয়ান স্যাম্পু উদ্ধার করে। এ সময় ফারহানের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. অহিদুল হক, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মো. আলতাব হোসেন সরকারসহ পুলিশ সদস্যরা।