• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সৈয়দপুরে স্বেচ্ছাশ্রমে তৈরি হলো ৩০০ মিটার রাস্তা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৬ জুলাই ২০১৯  

নীলফামারীর সৈয়দপুরে সেচ্ছাশ্রম আর স্থানীয়দের দেওয়া জমিতে তৈরি হলো ৩০০ মিটার দৈর্ঘ্যের রাস্তা। পৌরসভার ৪নং ওয়ার্ড কয়ানিজ পাড়া মহল্লায় শুক্রবার (৫ জুলাই) দিনব্যাপী ৩০০ মিটার দৈর্ঘ্য ও ৮ ফুট প্রশস্থ রাস্তাটি তৈরি করেন তারা।

শহরের কয়ানিজপাড়া এলাকায় প্রায় এক হাজার পরিবারের চলাচলের জন্য একটি কাঁচা রাস্তা ছিল। তাও খানা-খন্দে ভরা এবং জমির আইলের মতো চিকন। এজন্য যাতায়াত করা খুবই কষ্টকর ছিল। এ অবস্থায় এলাকার আফসার আলীর বাড়ি থেকে আগের বিগবন ড্রেন পর্যন্ত রাস্তাটি নির্মাণে উদ্যোগী হয়ে আলাপ আলোচনার মাধ্যমে গোলাম মোস্তফা, রূপালী, ফজলু, নজির, লিটন, আফসার আলী ও এলাকার ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টুসহ শতাধিক মানুষ সেচ্ছায় রাস্তার নির্মাণ করেন।

এ ব্যাপারে আফসার আলী বলেন, ‘আমরা জমি ও মাটি দিয়ে রাস্তাটি তৈরি  করলাম। এখন পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারের কাছে দাবি অচিরেই এ রাস্তাটি পাকা করে দেবেন।’  

ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু জানান, অল্প সময়ের মধ্যে রাস্তাটিকে পাকা করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

সৈয়দপুর পৌরসভার মেয়র বলেন, জমিদাতারা একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের সহযোগিতায় অতিদ্রুত রাস্তাটি পাকা করার ব্যবস্থা করা হবে। এভাবেই যদি এলাকাবাসী নিজের প্রয়োজনে রাস্তার জন্য জমি ছেড়ে দেয়, তাহলে পৌর কর্তৃপক্ষের জন্য রাস্তা নির্মাণ করা সহজ হয়। এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণ উপকৃত হবে। অল্প বৃষ্টিতে পানি জমে আর চলাচলে অসুবিধা হবে না। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে পৌরসভার উন্নয়ন হবে।