• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শার্প’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসের প্রার্দূভাবে ঘরবন্দি দুই শত প্রতিবন্ধী, অসহায় অতিদরিদ্র ও নিম্ন আয়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নীলফামারীর সৈয়দপুরের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সেলফ্ হেলপ অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম-শার্প। 

আজ মঙ্গলবার সংস্থার উদ্যোগে সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন বয়সী প্রতিবন্ধী মানুষকে ওই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বিতরণকৃত এ সব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি এবং সাবান ৩টি।

সংস্থার নির্বাহী প্রধান আলহাজ্ব মো. মাহবুব-উল আলম ,ক্রেডিট কো-অর্ডিনেটর মো. ফিরোজ আহমেদ, সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর কৃষিবিদ মো. আব্দুল করিম উদ্দিন, ফিল্ড কো-অর্ডিনেটর মো. শফিকুল আলমসহ অন্যান্যরা এই খাদ্য সামগ্রী বিতরন করেন।