• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সৈয়দপুরের বিসমিল্লাহ সেলুনে গড়ে উঠেছে পাঠাগার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  

সৈয়দপুরের তুলসীরাম সড়কের পাশে বিসমিল্লাহ সেলুনে গড়ে উঠেছে পাঠাগার। সেলুনটির ভেতরে গেলেই দেখা যায় এক টুকরো পাঠাগার।

শাহজাদা ইসলাম (৩০) নামে সেলুনের এক কারিগর এটি গড়ে তুলেছেন। তাকে সহযোগিতা করেছে সেতুবন্ধন পাঠাগার। একজনের চুল কাটানোর সময় অন্যরা বই পড়েন। এখানে আছে ৫০টি বই। তিন মাস পর বই পরিবর্তন করা হয়। গতবছর বিসমিল্লাহ সেলুনে মাত্র ২০টি বই দিয়ে যাত্রা শুরু হয় সেলুন পাঠাগারটির।

সেলুনের স্বত্বাধিকারী শাহজাদা বলেন, ‘বই পড়তে আমার খুব ভালো লাগে। আমার দোকান যত দিন থাকবে, এই পাঠাগারও তত দিন থাকবে।’