• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩৫ ওমরাহযাত্রী নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩৫ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

বুধবার সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল-আখহাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি স্বাস্থ্য বিভাগের এক বরাতে জানানো হয়, নিহত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তবে বেশিরভাগ যাত্রী এশিয়া ও আরবের বাসিন্দা ছিলেন। তারা সবাই ওমরাহযাত্রী ছিলেন। এ ঘটনায় কোনো বাংলাদেশি আছেন কি-না, তা তাৎক্ষণিক জানা যায়নি।

সৌদি পুলিশের বরাতে জানানো হয়, ওমরাহযাত্রীদের বহন করা বাসের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আগুন ধরে ৩৫ জন নিহত হন। বাসটিতে ৩৯ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় আহতদের আল-হামনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ এবং অন্যান্য জরুরি পরিষেবা উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে।