• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় বুধবার (২১ আগস্ট) বিকেলে মক্কা নগরীর পবিত্র মিনার ওভারব্রিজ থেকে নামার সময় গাড়ির ব্রেক ফেইল করলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত মোশারফ হোসেন (২৮), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বরুদিয়া ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে।

আহতদের উদ্ধার করে মক্কার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিনার ওভারব্রিজ থেকে নামার সময় গাড়ি ব্রেক ফেইল করে পিলারের সঙ্গে জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোশারফ মারা যান।