• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

স্বাস্থ্যকর্মীদের জন্য কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালনে করোনায় আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক সহযোগিতা দিতে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-২ শাখা) উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে অনুরোধক্রমে এ নির্দেশনা জারি করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সর্বশেষ ১ জুলাইয়ের পরিসংখ্যান অনুসারে রাজধানীসহ সারাদেশের ১ হাজার ৬১৩ জন চিকিৎসক, ১ হাজার ৩২০ জন নার্স এবং ১ হাজার ৮৬৮ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।