• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

সড়ক নিরাপদে সরকারের প্রণীত আইন সবার সমর্থন করা উচিতঃ জিএম কাদের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সড়কে নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তাই সড়ক নিরাপদ করতে সরকার আইন প্রণয়ন করেছে। সেই সড়ক আইন সবার সমর্থন করা উচিত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

জিএম কাদের বলেন, যারা সড়ক আইনের বিরোধিতা করছেন তারা একবার ভাবুন, আপনার সন্তানরাও সড়ক দুর্ঘটনার শিকার হতে পারে। 

বর্তমান বাজার মূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে জিএম কাদের বলেন, মন্ত্রণালয় সব পণ্যের একটা ন্যায্যমূল্য নির্ধারণ করে নিয়মিত মনিটরিং করলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব। এর জন্য কোনো ধরপাকড়ের প্রয়োজন নেই। আমিও বাণিজ্যমন্ত্রী ছিলাম, তখন বাজার নিয়ন্ত্রণেই ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গোলাম মোহাম্মদের সভাপতিত্বে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএম কাদের এমপি। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. কাসেম আলী, সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল বাসেত ও ডা. আব্দুল হাদি প্রমুখ।