• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বীরগঞ্জে মানববন্ধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে বীরগঞ্জ উপজেলার বাসিন্দা ব্র্যাক এনজিও’র আইন বিষয়ক কর্মী মোঃ মাজাহারুল ইসলাম মিলনের হত্যাকারী আলাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে প্রায় ১ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিতহয় । 

উল্লেখ যে, বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস সাত্তারের ছেলে ও কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় কর্মরত ব্র্যাক এনজিও’র আইন বিষয়ক কর্মী মোঃ মাজাহারুল ইসলাম মিলন (৩৫) কে বৃহস্পতিবার রাতে ৮টায় উখিয়া উপজেলার মরিচ্যা এলাকায় আলাউদ্দিনের নৃসংশ ছুরিকাঘাতে মোঃ মাজাহারুল ইসলাম মিলন মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এই হত্যাকান্ডের প্রতিবাদে বীরগঞ্জ পৌর শহরের বিজয়চত্বরে হত্যাকারী আলাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নুরিয়াস সাঈদ সরকার, প্রভাষক জিয়াউর রহমান জিয়া, নিহতের পিতা মোঃ আব্দুস সাত্তার সহ আরো অনেকে।

বক্তাগণ তাদের বক্তব্যে খুনি আলাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

এব্যাপারে কক্সবাজার জেলার উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মোহাম্মদ মনসুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, হত্যাকারী আলাউদ্দিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।