• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হরিনচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

নীলফামারীর ডোমারে উত্তর হরিনচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উত্তর হরিনচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দের আয়োজনে গত শনিবার  সকাল ১১টায় স্কুলের ৩০জন ছাত্র/ছাত্রীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরকাদের সরকার ইমরানের সভাপতিত্বে হরিনচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – হরিনচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সুম্মা,  অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্য বানেশ্বর রায়, আঠিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনে-আরা বেগম,আব্দুলা ও কানিজ ফাতিমা, ইউপি সদস্য বাবলুৃ ইসলাম, সাবেক সভাপতি কফিল উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য নুর নবী দয়াল, শিক্ষক আব্দুল ওহাব, আঠিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম, হরিনচড়া ইউপি সাবেক ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম মিলন, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক রাসেল ইসলাম প্রমূখ।

বক্তব্য শেষে বিদায়ী সমাপনী পরীক্ষার্থী ছাত্র/ছাত্রীদেরকে একটি করে কলম, স্কেল ও বোর্ড তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ।