• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হরিপুরে ছাগল ও ভেড়ার বিনামূল্যে টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০  

পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছাগল ও ভেড়ার বিনামূল্যে টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ৭ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রণহাট্টা চৌরঙ্গী উচ্চবিদ্যালয় মাঠে টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

টিকা প্রদান ক্যাম্পেইনটির উদ্বোধন করেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রব্বানী, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মুনিরুজ্জামান মনি ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাদাত হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।