• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হলুদ বৃষ্টিতে ভারত জুড়ে আতঙ্ক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

করোনাভাইরাস আতঙ্কে বিশ্ব এখন কাঁপছে। ভারতেও ছড়িয়ে পড়েছে মহামারী এই ভাইরাস। এর সঙ্গে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। তবে তা হলুদ বৃষ্টি। শুক্রবার দুপুরে ভারতের বীরভূমের মুরারই থানার রাজগ্রামের সন্তোষপুর এলাকায় এ হলুদ বৃষ্টি হয়েছে। এতে ওই এলাকায় শোরগোল পড়ে যায়। ধীরে ধীরে আতঙ্কিত ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, কাপড়, গাছের পাতা যেখানেই হলুদ বৃষ্টি পড়েছে, ওই জায়গা হলুদ হয়ে যেতে শুরু করে। এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় গ্রামে মাঝেমধ্যে পাথরের গুঁড়ো উড়ে আসে। তবু হলুদ বৃষ্টি হওয়ার মতো আজব ঘটনা এবারই প্রথম। 

গবেষকদের অনুমান, এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় বাতাসে ব্যাপক দূষণ রয়েছে। তার জেরেই এই ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে তারা বলছেন, অ্যাসিড মিশ্রিত থাকায় বৃষ্টির পানির রং হলুদ হয়ে থাকতে পারে।

প্রসঙ্গত, বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। পানির সঙ্গে ওই অ্যাসিড মিশে বৃষ্টির মাধ্যমে নেমে আসে। অ্যাসিড বৃষ্টিতে ফসল, গাছপালার ক্ষতি হয়। ওই বৃষ্টির পানি মানুষের গায়ে লাগলে চামড়া পুড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।