• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হাইকোর্টের ১৬ বেঞ্চ পুনর্গঠিত বসছে কাল

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

আগামীকাল (বুধবার) সকাল থেকে দায়িত্ব পালন শুরু করছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন পুনর্গঠিত ১৬টি বেঞ্চ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই ১৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও এরই মধ্যে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত হাইকোর্টের পুনর্গঠিত ওই ১৬টি বেঞ্চের বিচারপতিরা হলেন- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ এবং বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মজিবুর রহমান, বিচারপতি মো. এমদাদুল হক এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম এবং বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি শেখ আবদুল আউয়াল এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি খিজির হায়াত, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি মো. ফারুক (এম ফারুক) এবং বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি এ এন এম বসির উল্লাহ এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং মো. আতোয়ার রহমান, বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি মো. বদরুজ্জামান।