• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হাতে ১৪টি সেলাই নিয়েও বিপিএল খেলতে চায় মাশরাফি!

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০  

খুলনা টাইগার্সের ব্যাটসম্যান রাইলি রুশোর সজোরে মারা শটে বাঁ হাতের তালুতে আঘাত পান মাশরাফী। সঙ্গে সঙ্গে মাঠে ফিজিও চলে আসেন। কিন্তু হাত ফেটে যাওয়ায় মাঠ থেকে চলে আসতে হয় তাকে। পরবর্তীতে তার হাতে ১৪টি সেলাই দেয়া হয় বলে জানা গেছে।

এমন ঘটনার পর অনেকেই ভেবেছিলেন মাশরাফীর বিপিএল যাত্রা এবারের মতো শেষ। কিন্তু এরপরও মাশরাফী আগামীকাল (সোমবার) ঢাকা প্লাটুনের হয়ে খেলতে চাইছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলের ম্যানেজার আহসানউল্লাহ হাসান। 

ঢাকা প্লাটুনের ম্যানেজার বলেন, ‘বর্তমানে বিশ্রামে আছেন মাশরাফী। তবে তিনি খেলার মতো পরিস্থিতিতে আছেন কি না, সেটা আমরা কালকে বলতে পারব। আমাদের ফিজিও এখন পর্যন্ত কোনো আপডেট দেননি।’

মাশরাফী এখনো খেলার ব্যাপারে আগ্রহী বলে জানান ম্যানেজার আহসানউল্লাহ হাসান। তিনি বলেন, ‘আপনারা তো জানেনই সে কেমন। এক পা চলে গেলেও সে ক্র্যাচ নিয়ে খেলবে। সে ১৪ সেলাই নিয়েও খেলতে চাচ্ছে। এখন আমাদের দলের অধিনায়ক হিসেবে সে যে সিদ্ধান্ত নেবে, সেটাই আমরা মেনে নেব।’