• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হাফসেঞ্চুরির সামনে মোস্তাফিজ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯  

আর মাত্র ২ উইকেট শিকার করলেই ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে হাফসেঞ্চুরি পূরণ করবেন মোস্তাফিজুর রহমান। ৫০ উইকেটের মালিক বনে যাবেন তিনি। এখন পর্যন্ত ৩০ ম্যাচে ৪৮ উইকেট ঝুলিতে রয়েছে তার।

শুক্রবার থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। এ ম্যাচে ২ উইকেট নিতে পারলেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০ উইকেটশিকারি হবেন কাটার মাস্টার।

টুর্নামেন্ট হবে ডাবল লিগ পদ্ধতিতে। ফলে এ ম্যাচে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করতে না পারলেও সুযোগ থাকছে মোস্তাফিজের। আরও তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। প্রতিযোগিতার অপর দল আফগানিস্তান। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে দুবার করে মুখোমুখি হবে।

মাসাকাদজা বাহিনীর বিপক্ষে ২ উইকেট পেলে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করবেন মোস্তাফিজ।

এর আগে এবং সবার আগে এ মাইলফলক স্পর্শ করেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। বর্তমানে দেশের পক্ষে সর্বোচ্চ শিকারিও তিনি। ৭২ ম্যাচে ৮৮ উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশের হয়ে এ ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ উইকেট আবদুর রাজ্জাকের। ৩৪ ম্যাচে ৪৪ উইকেট শিকার করেন তিনি। ২০০৬-২০১৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন এ বাঁহাতি স্পিনার।