• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

হারাগাছে ফেনসিডিলসহ আটক ২

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

রংপুরের কাউনিয়ার হারাগাছ থেকে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মিনাল আলী দর্জিপাড়ার বাবুল মিয়ার ছেলে ও রাজু মিয়া একই এলাকার নুর ইসলামের ছেলে।

হারাগাছ থানার ওসি (অপারেশন) মো. রবিউল ইসলাম জানান, ওই দুই মাদক বিক্রেতা গংগাচড়ার তিস্তার চরাঞ্চল মর্নেয়া গ্রাম থেকে ফেনসিডিল নিয়ে হারাগাছে প্রবেশ করছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি’র নেতৃত্বে এসআই মেহেদি হাসান, এসআই নুর ইসলাম, এএসআই আতাউর ও সঙ্গিও ফোর্স দর্জিপাড়া স্কুলের সামনের সড়কে তাদেরকে আটক করে। তাদের ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

আরপিএমপি হারাগাছ থানার ওসি একেএম নাজমুল কাদের বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে শনিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরো বলেন, মাদক কেনাবেচার সঙ্গে যে ই জড়িত থাকুক তাদের ছাড় দেয়া হবে না।