• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

‘হাসিনা :অ্যা ডটারস টেল’ দেখলেন প্রায় ৭০ দেশের রাষ্ট্রদূত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

গতকাল রাজধানীর ব্লকবাষ্টার সিনেমা হলেহাসিনা :অ্যা ডটারস টেলদেখলেন প্রায় ৭০ দেশের রাষ্ট্রদূত। পরিবার হারানো এক কন্যার হৃদয়ে রক্তক্ষরণ আর শোক থেকে শক্তিতে পরিনিত হবার গল্প-গাথা নিয়ে তৈরি হয়েছেহাসিনা :অ্যা ডটারস টেল ছবিটি দেখে সবাই প্রশংসা করেন এবং বাংলাদেশের সমৃদ্ধি এগিয়ে যাবার কথা জানান তাঁরা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্মহাসিনা :অ্যা ডটারস টেল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ৭০ মিনিট ব্যাপ্তির এই ডকুফিল্মটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) অ্যাপেলবক্স ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। সিআরআইয়ের পক্ষে ডকুফিল্মটি প্রযোজনা করেছেন রেদওয়ান মুজিব সিদ্দিক নসরুল হামিদ বিপু। এর চিত্রগ্রহণ করেছেন সাদিক আহমেদ। সম্পাদনা করেছেন নবনীতা সেন এবং সংগীতায়োজনে সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র।  ঢাকায় নিযুক্ত হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা বলেন খুব সাধারণ একটি বাস্তব গল্পকে অসাধারনভাবে তুলে ধরা হয়েছেহাসিনা :অ্যা ডটারস টেলছবিটিতে ।