• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হিরো আলমের নামে মোবাইল গেমস!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯  

বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আলোচিত ব্যক্তি অভিনেতা হিরো আলম। সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে সর্বশেষ আলোচনায় আসলেও এবার তিনি নতুন করে আলোচনায় এলেন তার নামে মোবাইল গেমস এর কারণে।

‘হিরো আলম মলম’ নামে তাকে নিয়ে তৈরি হয়েছে মোবাইল গেমস। ওয়াদুদ মোহাম্মদ নামে একজন প্রোগ্রামার গেমসটি তৈরি করেছে। 

গুগল প্লে-স্টোরে সার্চ করলে মিলবে গেমটি। এটি ‘অ্যাডভেঞ্চার পাজল’ ধরনের গেমের আদলে তৈরি।  

অন্যান্য ‘অ্যাডভেঞ্চার পাজল’ গেমের মতোই বুদ্ধি খাটিয়ে কতগুলো বিপদজনক ধাপ পেরিয়ে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে খেলোয়াড়কে। আর গেমের ভেতর সেই বুদ্ধিদীপ্ত ভার্চুয়াল খেলোয়াড়ই হচ্ছে হিরো আলম (গেমের প্রধান চরিত্র)।

সেই ভার্চুয়াল হিরো আলমকে নিয়ে বিভিন্ন ধরনে অ্যারো বাটনে প্রেস করে গেমকে এগিয়ে নিয়ে যাবে খেলোয়াড়। গেমটি খেলার জন্য বেশি ক্ষমতাসম্পন্ন অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন নেই। অ্যান্ড্রয়েড এর ৬৪-বিট এবং ৩-বিট উভয় অপারেটিং সিস্টেমেই চলবে গেমটি।