• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে রিভা গাঙ্গুলি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

দিনাজপুরের হিলি স্থলবন্দর, সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় তিনি রংপুর থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

রিভা গাঙ্গুলি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানকার ইমিগ্রেশন ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পর্যবেক্ষণ করেন। বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

রিভা গাঙ্গুলি জানান, হিলি স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণ পণ্য আমদানি-রফতানি হয়ে থাকে। আরও কীভাবে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম গতিশীল ও পাসপোর্টধারী যাত্রী পারাপার যাতে বাড়ানো যায়, সে উদ্দেশ্যেই পরিদর্শন করা।