• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

হিলি স্থলবন্দর পরিদর্শন করেন কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

রংপুর বিভাগীয় কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট শওকত আলি সাদীক, আজ হিলি স্থলবন্দর পরিদর্শনকালে বলেন, বন্দরের সেবার মান বাড়িয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাড়ানোর পাশাপাশি বন্দর থেকে রাজস্ব আহরন বাড়ানো হবে।

তিনি আরও বলেন, বন্দর দিয়ে পণ্য আমদানিতে কোন ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সকল কাস্টমস কর্মকর্তাকে সতর্ক থাকতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

এসময় সেখানে হিলি স্থল শুল্কস্টেশনের সহকারী কমিশনার আব্দুল হান্নান, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদসহ কাস্টমস কর্মকর্তা ও বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এর আগে তাকে বন্দরের কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি কাস্টমসের পণ্য পরিক্ষন শুল্কায়নসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার পাশাপাশি সীমান্তের শুন্যরেখায় ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে তিনি রংপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।