• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হিলিতে সাড়ে ৭ হাজার পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২০  

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে হিলিতে পৌর এলাকার সাড়ে সাত হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

গতকাল শুক্রবার পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এসব পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। নিজে বাড়িতে বাড়িতে পৌঁছে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন মেয়র।

এ ব্যাপারে মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতির শুরু থেকে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। সামনে মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর। এ আনন্দ সকলে যেন ভোগ করতে পারে সেজন্য আমি আমার পৌর এলাকার করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ে ধনী গরীব সকল পরিবারকে ঈদের সামগ্রী বিতরণ করছি।