• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হোম কোয়ারেন্টাইন না মানায় সৈয়দপুরে দুই ব্যক্তির জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হোম কোয়ারেন্টাইন না মানায় দুই ব্যক্তিকে ১৫ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার(২৪ মার্চ/২০২০) রাত ১০টার দিকে শহরের সৈয়দপুর প্লাজা মার্কেটের সামনে ঢাকা খেলাঘরের মালিক কিশোর কুমার প্রসাদকে (৩৮) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সে শহরের মুন্সিপাড়া মহল্লার হিরা লাল প্রসাদ এর ছেলে। অপরজন মাহবুবুর রহমান মিঠু কে (৩৫) মসজিদে গিয়ে নামাজ পড়া এবং এলাকায় ঘোরাঘুরি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সে মুন্সিপাড়া মহল্লার আনসার আলীর ছেলে। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিমল কুমার সরকার এই জরিমানা আদায় করেন।

জানা যায়, কিশোর কুমার প্রসাদ তার ভাইসহ চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফেরেন গত ১৫ মার্চ। কিন্তু এ তথ্যটি তিনি প্রশাসনকে অবগত না করে ও হোম কোয়ারেন্টি না মেনে নিজ দোকানে ব্যবসা করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরজন মাহবুবুর রহমান মিঠু মসজিদে গিয়ে নামাজ পড়া এবং এলাকায় ঘোরাঘুরি করায় তাকে ৫ হাজার টাকা জমিনারা সহ দুইজনের পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা যারা বিদেশ ফেরত রয়েছেন তারা দয়া করে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন মেনে চলুন। আপনার কারণে পুরো দেশ ক্ষতিগ্রস্থ হোক এটা নিশ্চয়ই আপনি চান না। অন্যথায় আইন প্রয়োগ করতে আমরা বাধ্য হব।