• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

১২ এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ১২ হাজার টাকা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট, নীলফামারি বার্তা 

গত এক বছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ১৪৯ মার্কিন ডলার বা ১২ হাজার ৩৬৭ টাকা (প্রতি ডলার সমান ৮৩ টাকা হিসেবে)। আবার বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশে। ২০১৭-১৮ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় মাথাপিছু জাতীয় আয়, আমদানি-রপ্তানি, সরাসরি বৈদেশিক বিনিয়োগর পরিমাণ এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ও পরিমাণ বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার ৭ দশমিক ৮৬ শতাংশ এবং জাতীয় আয় গত অর্থবছরের ১ হাজার ৬০২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭৫১ মার্কিন ডলারে।

২০১৭-১৮ অর্থ বছরের তুলনায় দেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ ৭ দশমিক ৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক এক মিলিয়ন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৩০ হাজার ৯৬৫ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে ১৪ দশমিক ৭৮ শতাংশ বেশি। অন্যদিকে দেশে রেমিটেন্স প্রবাহের পরিমাণ বেড়েছে ১৭ দশমিক ৩১ মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রেমিটেন্স এসেছে ১৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশে ২০১৭ সালে দেশে দারিদ্রের হার ছিলো ২৩ দশমিক ১ শতাংশ। ২০১৮ সালে তা কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশ। চরম দারিদ্রের হার গত বছরের ১২ দশমিক ১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে বিদেশে গেছে ৮ লাখ ৬৭ হাজার ১২৮ জন বাংলাদেশি। এর মধ্যে ১ লাখ ১৩ হাজার ৯০৭ জন নারী।