• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

১৪ নভেম্বরঃ ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

আজ ১৪ নভেম্বর। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পাক হানাদার মুক্ত হয় এ দিন। দেশের প্রথম হানাদার মুক্ত উপজেলা এটি। ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর প্রবল আক্রমনে পরাস্ত পাক বাহিনী ভুরুঙ্গামারী থেকে পিছু হটে। এই যুদ্ধে পাক বাহিনীর ২৫ পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়ক ক্যাপ্টেন আতাউল্লাহ খানসহ ব্যাপক সৈন্য নিহত হয়।

১৩ নভেম্বর ৬ নং সেক্টর সাব কমান্ডার মেজর নওয়াজেশ এর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ও ভারতীয় সেনা বাহিনীর ষষ্ঠ মাউন্টেন ডিভিশনের ব্রিগেডিয়ার যোশীর সহযোগিতায় পাক বাহিনীর উপর তিনদিক থেকে রাতব্যাপী আর্টিলারী আক্রমন চালায়। এতে দিশেহারা হয়ে পড়ে পাকিরা ভোর হওয়ার আগেই পিছু হটতে থাকে তারা। সকালেই হানাদার মুক্ত হয় ভূরুঙ্গামারী। চারদিক থেকে মুক্তিপাগল মানুষ পতাকা হাতে বিজয় উল্লাসে রাস্তায় নেমে আসে।

বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বর্ণাঢ্য আয়োজনে দিনটি যথাযথ মর্যাদায় পালন করে আসছে।