• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

২০১৭ সালের মাস্টার্সের ফল প্রকাশ, পাসের হার ৭৬.০৫

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৯  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৭৬ দশমিক ০৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৫৭টি কলেজের এক লাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর  মধ্যে পাস করেছে এক লাখ পাঁচ হাজার ৪৪৫ জন। 

প্রকাশিত এই ফলাফল বিকেল পাঁচটার পর যেকোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে জানা যাবে। এজন্য মোবাইলের এসএমএস অপশনে গিয়ে NUMF Roll লিখে ১৬২২২ নম্বরে Send করলে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও  www.nubd.info থেকেও জানা যাবে ফলাফল।