• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

২২৫ বছরের পুরনো দিনাজপুরের ঐতিহাসিক নয়াবাদ মসজিদ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর তীরে ঐতিহাসিক নয়াবাদ মসজিদ অবস্থিত। জানা গেছে, ২২৫ বছরের পুরনো নয়াবাদ মসজিদ। দিনাজপুর জেলা সদরের ২.৫ কিলোমিটার দূরে অবস্থিত এই সুদানীয় নয়াবাদ মসজিদ নামে পরিচিত। ১.১৫ বিঘা জায়গার ওপর নির্মিত মসজিদটির প্রধান দরজার ওপর স্থাপিত ফলকের তথ্য জানা যায়, সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে ২ জ্যৈষ্ঠ ১২০০ বঙ্গাব্দ মোতাবেক ১৭৯৩ সালে নির্মাণ করা হয়।

কথিত আছে, ১৮ শতকের মাঝমাঝি সময়ে কান্তনগর মন্দির তৈরির কাজে পশ্চিমের কোনো দেশ থেকে আসা মুসলমান স্থাপিত ও কর্মীরা এ গ্রামে বসবাস শুরু করেন এবং তাদের নিজেদের নামাজ দায়ের জন্য এ মসজিদটি নির্মাণ করেন। ছাদজুড়ে বিশাল তিনটি গম্বুজ মসজিদটিকে আকর্ষণীয় করে তুলেছে। মসজিদের চার কোনোয় ১২.৪৫ মিটার ও ৫.৫ মিটার আকারের চারটি অষ্টভুজ মিনারের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। মসজিদের দেয়ালের পুরুত্ব হলো ১.১০মিটার। মসজিদের উত্তর ও দক্ষিণের দেয়ালে রয়েছে একটি করে জানালা। পশ্চিমের দেয়ালে রয়েছে মোট তিনটি ধনুক আকৃতির মিম্বার। যেগুলো মসজিদের পূর্ব পাশের দেয়ালে প্রবেশের তিনটি দরজা বরাবর পশ্চিম পাশের দেয়ালে তৈরি করা হয়েছে। মসজিদের ছাদের মাঝের গম্বুজটি আকারে বড় আর দুই পাশের দুটি গম্বুজ একই আকারের।

মসজিদটি তৈরির সময় দেয়ালের ব্যবহার করা পোড়ামাটির টেরাকোটা কারুকার্য রয়েছে। মসজিদটি কিছু অংশ ভেঙে নষ্ট হয়ে গেলে দিনাজপুর -১( বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের উদ্যোগে সংস্কারের কাজ চলছে।