• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

২৫ তথ্য কর্মকর্তাকে নিয়ে উল্টে গেল বাস, আহত ৫

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯  

তথ্য মন্ত্রণালয়ের তিন অধিদফতরের ২৫ জন কর্মকর্তাকে নিয়ে খুলনায় যাওয়ার সময় ডিভাইডারের সঙ্গে ধাক্কায় গ্রিনলাইন পরিবহনের একটি বাস উল্টে গেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে রূপসা সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।

বাসে থাকা সহকারী তথ্য কর্মকর্তা ফেরদৌস জানান, গণযোগাযোগ অধিদফতরের ১৪ জন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ৯ জন, তথ্য অধিদফতরের দুইজন দশম গ্রেডের কর্মকর্তা তিন দিনের ভ্রমণ প্রশিক্ষণে খুলনায় যাচ্ছিলেন। রূপসা সেতু পার হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় চার কর্মকর্তা ও বাসের হেলপার আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছে।

রূপসা সেতুর টোল প্লাজার সিস্টেম প্রকৌশলী তৌফিক আহমেদ রনি বলেন, বাসের চালকের চোখে ঘুম ছিলো। এ কারণেই তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন। বাসের ধাক্কায় ডিভাইডারটি ভেঙে তিনশ গজ দূরে চলে গেছে।