• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

২৭ মার্চ ‘শাওমি মি ১০ সিরিজ’র উন্মোচন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২০  

অনলাইন আয়োজনের মাধ্যমে ২৭ মার্চ ‘শাওমি মি ১০ সিরিজ’ উন্মোচন করা হবে। শাওমি’র অফিশিয়াল ফেসবুক, টুইটার, এবং ইউটিউব অ্যাকাউন্ট থেকে দেখানো হবে ওই লাইভ-স্ট্রিমটি।

ফেব্রুয়ারিতে শাওমি তাদের মি লাইনআপের নতুন দুটি ফ্ল্যাগশিপ ডিভাইস (মি ১০ এবং মি ১০ প্রো) লঞ্চ করেছে চীনে। শাওমির এ নতুন দুটি ডিভাইসই টপ অফ দ্যা লাইন হার্ডওয়্যার এবং পারফরমেন্স অফার করছে ব্যবহারকারীদের। প্রত্যেক বছরের মতো এবারও শাওমি পরিকল্পনা করছে নতুন এ সিগনেচার ডিভাইস দুটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে।

জানা গেছে, শাওমি মি ১০ সিরিজে দেখা মিলবে মানসম্পন্ন মি ১০ ৫জি এবং মি ১০ প্রো ৫জি চালিত স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের। দুটি ফোনেই দেখা মিলবে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড এফএইচডি প্লাস পাঞ্চ হোল পর্দার। এছাড়াও প্রতিটি ডিভাইসেই রয়েছে ৮ মেগাপিক্সেল টেলিফটো, ২০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং ১২ মেগাপিক্সেল পোরট্রেইট লেন্স।

শাওমির সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হচ্ছে ডিভাইসগুলোর মূল্য। শাওমি মি ১০ এর বেস মডেলের মূল্য প্রায় ৫৮০ ইউএস ডলারের সমান, যা স্যামসাং এর লেটেস্ট ফ্ল্যাগশিপ গালাক্সি এস ২০ এর মুল্যের প্রায় অর্ধেক!