• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

৪র্থ শ্রেণী করণের প্রতিবাদে পরিবার কল্যাণ সহকারীদের মানববন্ধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

চতুর্থ শ্রেণী চিহিৃত করে পত্র জারি করার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে পরিবার কল্যাণ সহকারী সমিতি।বৃহস্পতিবার(১৭অক্টোবর) বিকালে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত পরিবার কল্যাণ সহকারীগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি নীলফামারী সদর উপজেলা সমিতির সভাপতি শাহনাজ আরা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসুচীর মুল চালিকা শক্তি হিসেবে দেশে সাড়ে ২৩হাজার পরিবার কল্যাণ সহকারী নিবেদিত হয়ে কাজ করছেন।

তিনি অভিযোগ করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রেণী প্রথা উঠিয়ে দিলেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে সম্প্রতি আমাদের অবমাননা করে পত্র জারি করা হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

মানববন্ধনে সমিতির নীলফামারী সদর উপজেলার সহ-সভাপতি শাহিদা বেগম, সাধারণ সম্পাদক কোহিনুর বানু, অর্থ সম্পাদক শাপলা আখতার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।