• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পরিচালকসহ গ্রেপ্তার ২

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯  

টার্কি  মুরগির ১৯শ খামারিদের কাছ থেকে ৫০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে রংধনু শপিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক বাবলু রায় (৪৫) ও তার স্ত্রী মুক্তি রানী (৪০) কে  গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

বাবলু রায় সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে ও রংধনু ট্রেডার্সের মালিক।

শনিবার দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তাজমহল রোড থেকে তাদের গ্রেপ্তার করে। 

তার বিরুদ্ধে ঠাকরগাঁও থানায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ৩ টি মামলা রয়েছে এবং ২০ টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে গোয়েন্দা পুলিশ এক প্রেসব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান মাললার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম। তিনি আরো বলেন, খামারিদের টাকা আত্মসাৎ করে ৩ মাস ধরে  গা ঢাকা দিয়েছিল ওই পরিচালক। গোপন সূত্রে তার উপস্থিতি টের পেয়ে অভিযোন চালিয়ে বাবলু রায়কে গ্রেপ্তার করা হয়। 

ওই কর্মকর্তা আরো বলেন, আটক বাবলু ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগি পালনে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের টার্কি মুরগি দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয়। 

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওয়াহেদ আলী, এসআই রুপকুমার, এএসআই নবিউল, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক এর প্রতিনিধি বৃন্দ।