• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

৫১ শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায়, স্কুলের পরিচালকসহ গ্রেফতার ২

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০১৯  

নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষার ৫১ শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ার ঘটনায় প্রজাপতি স্কুলের পরিচালক শাকিল আহমেদকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের হাতিখানাস্থ স্কুল সংলগ্ন বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আলিম হোসেনকেও আটক করে পুলিশ।

সূত্র মতে, প্রজাপতি স্কুলের পরিচালক শাকিল আহমেদ নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্রদের বিশেষ ব্যবস্থায় এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার প্রলোভন দিয়ে প্রতিজনের কাছ থেকে আট আট থেকে ১২ হাজার টাকা করে নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত প্রবেশপত্র পায়নি তারা। অকৃতকার্যরা শহরের ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আল ফারুক একাডেমি, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।

অভিযুক্ত পরিচালক শাকিল আহমেদ জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীর নামে ফরমপূরণ করেছেন। বোর্ড কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে তা না দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়ার কাছে পরে অভিযোগ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে ইউএনও জানান, শিক্ষার্থীরা মূলত প্রতারণার শিকার হয়েছে।