• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

৬০ বিধবা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ সহায়তা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২০  

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া ঈদ খাদ্যসামগ্রী ৬০ বিধবা নারীর মধ্যে বিতরণ করা হয়েছে। উক্ত ঈদ খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১২টায় আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে উম্মুক্ত মাঠে ৬০ বিধবা নারীকে জনপ্রতি ১০ কেজি চাল, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই, তিন কেজি আলু, এক কেজি লবণ, ২০০ গ্রাম গুঁড়াদুধ ও আধা লিটার তেল বিতরণ করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ খাদ্য সহায়তা চাল, আলু, তেল, চিনি, সেমাই, লবণ ও গুঁড়া দুধ ৬০ জন বিধবা নারীর মধ্যে বিতরণ করা হয়েছে।