• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

উলিপুরে হাতিয়া গণহত্য দিবস পালিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

কড়িগ্রামের উলিপুরে মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের আয়োজনে হাতিয়া গণহত্য দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো- জাতীয় পতাকা উত্তোলন, কালো পতাকা অর্ধনমিতকরণ, দাগারকুটি গণহত্যা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড প্রতিযোগিতা।

কর্মসূচিতে অংশ নেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, এমপি এমএ মতিন, ইউএনও আবদুল কাদের, উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেনস প্রমুখ।

১৯৭১ সালের ১৩ নভেম্বর হাতিয়ার ইউপির দাগারকুটিসহ সাতটি গ্রামে হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। সেদিনের হত্যাযজ্ঞে ৬৯৭ জন নিরীহ মানুষ নিহত হয়।

সেই থেকে প্রতি বছর এই দিন হাতিয়া গণহত্য দিবস পালন করে স্থানীয়রা।