• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বীরগঞ্জে উন্মুক্ত লটারির মাধ্যমে আমন ধান সংগ্রহ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯  

দিনাজপুরের বীরগঞ্জে অভ্যন্তরীণ আমনধান সংগ্রহ ২০১৯ -২০ মৌসুমে সরাসরি কৃষকের কাছে থেকে উন্মুক্ত লটারির অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ উপজেলার খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে ১১নং মরিচা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চত্বরে ২৫ নভেম্বর সোমবার সকাল ১০টায় অভ্যন্তরীণ আমনধান সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে প্রথম পর্যায়ে মরিচা ইউনিয়ন কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউরুল ইসলাম চৌধুরী হেলা এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জহিরুল হক, ওসি (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজমত আলী, বিশিষ্ট ব্যবসায়ী হিমাংশু বাদল। 

এসময় সাংবাদিকসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। ১১নং মরিচা ইউনিয়নের ৩০৮৬ জন কৃষকের মধ্যে ৩০৬ জন কৃষক কে লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে।