• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বীরগঞ্জে `সান সাইন মডেল স্কুল এন্ড কলেজে` উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯  

বীরগঞ্জ দিনাজপুর থেকে বিকাশ ঘোষঃ দিনাজপুরের বীরগঞ্জে সান সাইন মডেল স্কুল কলেজের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুরে সান সাইন মডেল স্কুল এন্ড কলেজের বর্ণাঢ্য উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ আব্দুল খালেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন। উক্ত উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজপাড়া ইউপি সদস্য মোঃ জিউয়ার রহমান জিয়া। নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী ও মোঃ আলিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ বিনির্মাণের প্রত্যয়ে জননেত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ ‘ডিজিটাল বাংলাদেশ’ নির্মাণের প্রধান হাতিয়ার সরকারি ও বেসরকারিভাবে শিক্ষার মান উন্নয়ন। এই উদ্দেশ্যকে সামনে রেখেই তরুণ উদ্দ্যোক্তা মো: সোহেল রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পূর্ণ করে চাকুরীর পিছে ছুটে না বেড়িয়ে ২০১৭ সালে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় দেবীপুর গ্রামে প্রতিষ্ঠা করেছেন “সান সাইন মডেল স্কুল এন্ড কলেজ”।

প্রতিষ্ঠানটি সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির পরিচালক মো: সোহেল রানা বলেন, ‘মানসম্মত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। আপনাদের সকলের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানটি অনেক সুনাম বয়ে আনবে বলে আশা করছি।’