• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে রিভা গাঙ্গুলি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

দিনাজপুরের হিলি স্থলবন্দর, সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় তিনি রংপুর থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

রিভা গাঙ্গুলি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানকার ইমিগ্রেশন ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পর্যবেক্ষণ করেন। বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

রিভা গাঙ্গুলি জানান, হিলি স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণ পণ্য আমদানি-রফতানি হয়ে থাকে। আরও কীভাবে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম গতিশীল ও পাসপোর্টধারী যাত্রী পারাপার যাতে বাড়ানো যায়, সে উদ্দেশ্যেই পরিদর্শন করা।