• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

উলিপুরে শেষ হলো ৩ দিনব্যাপী পিঠা মেলা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

কুড়িগ্রামের উলিপুরে শেষ হলো তিনদিন ব্যাপি পিঠা মেলা। প্রবাসী-বাংলাদেশী বন্ধুদের সংগঠন প্রবা’র উদ্যোগে এ পিঠা মেলার আয়োজন করা হয়। 

গত মঙ্গলবার রাতে উলিপুর বিজয় মঞ্চে সংগঠনের মহাসচিব আসাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, ওসি মোয়াজ্জেম হোসেন। 

ফিরোজ আলমের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক পরিমল মজুমদার, উলিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, মেলার আহ্বায়ক মাহফুজার রহমান বুলেট, ফেরদৌস আলম প্রমূখ। মেলায় বাহারি পিঠার সমাহারে ৬টি স্টল থাকলেও প্রথম স্থান অধিকার করে উপজেলা প্রশাসনের পিঠা স্টল। 

এছাড়াও বাহারি পিঠার সমাহার করায় অন্যান্য স্টল গুলোকে সম্মাণনা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মাতৃছায়া কিন্ডারগার্টেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় নাটক ‘ইভটিজিং’ এবং রেডিও-টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।