• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ফুলবাড়ীতে ইন্সপেক্টরের বিরুদ্ধে রসিদ ছাড়া অর্থ নেয়ার অভিযোগ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরের বিরুদ্ধে রসিদ ছাড়া অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় উপজেলার বকুলতলা বাজারে রসিদ ছাড়া টাকা নেয়ার ঘটনায় ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে জরিমানাকৃত অর্থ ফেরৎ দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পরেন তিনি।

জানা যায়, ফুলবাড়ী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শামসুল আরেফিন তার এক সহকর্মীসহ রোববার সন্ধ্যায় বকুলতলা বাজারে গিয়ে ক্ষুদ্র মুদি দোকানদার আপেল মিয়া, আদম আলী ও গোলাম রব্বানীর কাছ থেকে লাইসেন্স ও ফিটনেস না থাকার কারণে জরিমানা করেন। এজন্য আপেলের কাছ থেকে ৩০০ টাকা এবং অপর দুইজনের কাছ থেকে ৪০০ টাকা নেন। টাকা নিয়ে রসিদ না দেয়ায় দোকানদাররা রসিদ দাবি করলে, স্যানিটারী ইন্সপেক্টর শামসুল আরেফিন পরে দিবেন বলে  জানান। এনিয়ে ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে অবস্থা বেগতিক দেখে উত্তোলনকৃত টাকা ফেরৎ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শামসুল আরেফিন জানান, তিনটি দোকান থেকে রসিদ ছাড়া টাকা নেয়া হয়েছিল। লাইসেন্স বা ফিটনেস সার্টিফিকেট আমরা পরে দিতাম।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: রাজু মিয়া জানান, রসিদ ছাড়া অর্থ লেনদেন করা সঠিক নয়। বিষয়টি আমি খতিয়ে দেখছি।