• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আখাউড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারী ও শিশু নির্যাতন ইভটিজিং বাল্যবিয়ে প্রতিরোধ  বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা হয়। 

কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক,শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম, এনজিও, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন, বাস্তবায়নে আখাউড়া থানা ও  জাইকা এ আয়োজন করে। দুদিন ব্যাপী কর্মশালায় মঙ্গলবার ছিল প্রথম দিন। 

কর্মশালায় বক্তব্য রাখেন ইউএনও তাহমিনা আক্তার রেইনা, সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলিয়া, থানার ওসি রসুল আহমদ নিজামী, ওসি তদন্ত মো. আরিফুল আমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান, প্রকল্প পরিচারক মো. ইমরান প্রমুখ।