• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

সীমান্তে মানুষ হত্যা, চোরাচালান, মাদক পাচার রোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, সকালে সীমান্তের শুন্যরেখায় বিএসএফ কর্মকর্তারা আসলে বিজিবি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বৈঠক শেষে দুপুর সোয়া ২টায় একই পথ দিয়ে বিএসএফ সদস্যরা ভারতে চলে যান। বৈঠকে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খানের নেতৃত্বে ১৬ সদস্যের বিজিবি দল অংশ নেয়। বিএসএফের পক্ষে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি টিপিএস সিদুর নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।